Menu

নিশ্চয়ন না করলেও বাতিল হবে না কলেজ ভর্তির মনোনয়ন

একাদশে ভর্তির জন্য প্রথম মেধা তালিকায় স্থান পেয়েও যারা ভর্তির জন্য নিশ্চয়ন করেনি বা বুকিং দেয়নি তাদের মনোনয়ন বাতিল করা হবে না। বিশেষ বিবেচনায় দয়াপরবশ হয়ে তাদের মনোনয়ন ঠিক রাখবে কর্তৃপক্ষ।

নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন করেনি ২ লাখ ১২ হাজার আবেদনকারী। কিন্তু দ্বিতীয় দফায় আবেদনের সুযোগে তাদের মধ্যে এক লাখের বেশি নতুন করে আবেদন করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিশ্চয়ন বা বুকিং দেয়নি এক লাখ তিন হাজারের বেশি।

আন্ত:শিক্ষাবোর্ড সমন্বয় কমিটির একাধিক সূত্র মঙ্গলবার (১৩ই জুন) দৈনিকশিক্ষাডটকমকে এ খবর নিশ্চিত করেছে।
জানা যায়, কেউ কেউ না বুঝে নিশ্চয়ন করেনি। কেউ আবার পলিটেকনিকে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে। কেউ আর পড়াশোনা করবে না বা সামর্থ্য নেই। অনেকেই আবার মনে করেছে আবেদন করা হলো মানেই ভর্তি হওয়া।

 

আপনার মতামত লিখুন